মা এগিয়ে যান ধীরে ধীরে। একটু একটু করে স্পষ্ট হয় তাঁর চোখের সামনে সেই সাদা ফেনারাশির কম্পন। সোজা সামনে দূরে চোখ রেখে মা আবিষ্কার করতে থাকেন সাগরের অস্তিত্ব। আমি পাশে থেকে তাঁর মুখের প্রতিটি অভিব্যক্তি দেখার জন্য হাঁটি । হঠাৎ মা খপ করে আমার হাত চেপে ধরেন।
বলেন, ‘আমার পায়ে কী লাগল?’ নিচে তাকিয়ে দেখেন, সমুদ্রের জল! আমার মায়ের পাতা স্পর্শ করে গেল সাগরের জলরাশি। মা আমার বিস্ময়ে আর আনন্দে... https://purostoma.blogspot.com/